April 24, 2024, 2:58 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শিরোনাম:
খুলনায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার তালায় ৬০ বছর পর ৩৩ বিঘা সরকারি জমি উদ্ধার সাতক্ষীরায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় পাইকগাছায় শেখ হাসিনা প্রদত্ত খাবার পানি সংরক্ষণের জলাধার বিতরণ হঠাৎ এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে উপকূলের বিস্তীর্ণ জনপদের মাটি ও মানুষ সাতক্ষীরায় চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা প্রাণ প্রাণসায়ের খালের ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু সাতক্ষীরায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ কর্মশলা সাতক্ষীরায় বেসিক ট্রেড স্কীল ডেভালপমেন্ট ফোরামের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ এর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২৭ জানুয়ারী) জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সম্মেলন কক্ষে বেলা ১১টা থেকে জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর ও সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলামের উপস্থিতিতে পৌর নির্বাচনে ০৫ জন মেয়র প্রার্থী সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর ৩৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সাতক্ষীরা পৌরসভা নির্বানে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ নাসেরুল হক প্রতীক নৌকা, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী তাজকিন আহমেদ চিশতি প্রতীক ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু প্রতীক নারকেল গাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী ডা. এসএম মুসতাফীজ উর-রউফ প্রতীক হাত পাখা, স্বতন্ত্র পার্থী মো. নুরুল হুদা প্রতীক জগ।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১, ২ ও ৩ নং ওয়ার্ডে জ্যোৎ¯œা আরা প্রতীক চশমা, তাজিনা আক্তার প্রতীক আনারস ও নুরজাহান বেগম প্রতীক জবা ফুল।
৪, ৫ ও ৬নং ওয়ার্ডে অনিমা রানী মন্ডল প্রতীক আনারস, ফরিদা আক্তার বানু প্রতীক জবা ফুল, মরিয়ম পারভীন প্রতীক টেলিফোন, মোছা, রওশানারা প্রতীক চশমা।
৭,৮ ও ৯ নং ওয়ার্ডে গুলশান আরা প্রতীক চশমা, ফারহা দীবা খান সাথী প্রতীক বলপেন, মোছা. রাবেয়া পারভীন প্রতীক জবা ফুল, মোছা. রুবিনা জামান খান চৌধুরী প্রতিক আনারস, সাহিদা আক্তার প্রতিক অটো রিক্সা।
সাধারণ সদস্য কাউন্সিলর ১নং ওয়ার্ডে একেএম আহসান আজীম প্রতিক ঢেড়শ, নুরুল ইসলাম প্রতিক উট পাখী, মো. আছাদুল ইসলাম প্রতিক গাজর, মো. আব্দুর রাজ্জাক প্রতিক ব্লাক বোর্ড, মো. আব্দুস সেলিম প্রতিক ডালিম, মো. কায়ছারুজ্জামান হিমেল প্রতিক স্কু ড্রাইভার, মো. রাশিদ হাসান খান চৌধুরী প্রতিক টেবিল ল্যাম্প, শেখ জুলফিকার রহমান উজ্জল প্রতিক পাঞ্জাবি, শেখ রশিদুর রহমান প্রতিক ব্রিজ, সেলিনা আক্তার প্রতিক পানির বোতল।
সাধারণ সদস্য কাউন্সিলর ২নং ওয়ার্ডে মো. আহসানুল কাদির প্রতিক টেবিল ল্যাম্প, মো. তালিম হোসেন প্রতিক উট পাখী, সৈয়দ মাহমুদ পাপা প্রতিক ডালিম।
সাধারণ সদস্য কাউন্সিলর ৩নং ওয়ার্ডে কামরুল কবির চৌধুরী প্রতিক ব্রিজ, মো. আইনুল ইসলাম নান্টা প্রতিক ব্লাক বোর্ড, মো. আনোয়ার হোসেন প্রতিক উট পাখী, মো. ইব্রাহীম প্রতিক পানির বোতল, মো. সুমন রহমান প্রতিক পাঞ্জাবি, শেখ আব্দুস সেলিম টেবিল ল্যাম্প।
সাধারণ সদস্য কাউন্সিলর ৪নং ওয়ার্ডে কাজী ফিরোজ হাসান প্রতিক পাঞ্জাবি, শেখ আছাদ আহম্মদ প্রতিক উট পাখী, শেখ আফজাল হোসেন প্রতিক টেবিল ল্যাম্প, শেখ মাহমুদ হাসান প্রতিক ব্রিজ।
সাধারণ সদস্য কাউন্সিলর ৫নং ওয়ার্ডে মো. আবু সাঈদ প্রতিক ব্রিজ, মো. আব্দুর রাজ্জাক প্রতিক ফাইল কেবিনেট, মো. আব্দুল মালেক প্রতিক ব্লাক বোর্ড, মো. আমিরুল ইসলাম প্রতিক টেবিল ল্যাম্প, মো. ফারুক হোসেন প্রতিক পাঞ্জাবি, মো. মিজানুর রহমান প্রতিক ডালিম, মো. শহিদুল ইসলাম প্রতিক উট পাখী, মো. শাহিনুর রহমান প্রতিক গাজর, শেখ আনোয়ার হোসেন মিলন প্রতিক পানির বোতল।
সাধারণ সদস্য কাউন্সিলর ৬নং ওয়ার্ডে মো. কামরুজ্জামান প্রতিক পানির বোতল, মো. রফিকুল ইসলাম প্রতিক উট পাখী, মো. শহিদুল ইসলাম প্রতিক টেবিল ল্যাম্প, শেখ মারুফ আহম্মেদ প্রতিক ডালিম, শেখ মাহমুদ হোসেন প্রতিক ব্রিজ।
সাধারণ সদস্য কাউন্সিলর ৭নং ওয়ার্ডে শেখ জাহাঙ্গীর হোসেন কালু প্রতিক পানির বোতল, মো. শাহাব উদ্দীন প্রতিক ঢেড়শ, এসএম জাহানুর হুসাইন প্রতিক পাঞ্জাবি, মো. আব্দুল্লাহ আল মামুন প্রতিক ডালিম, মো. জাহেদুল ইসলাম প্রতিক টেবিল ল্যাম্প, মো. রেজাউল করিম প্রতিক উট পাখী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com