October 9, 2024, 4:35 am
সাতক্ষীরা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসেরুল হকের সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসেরুল হকের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএম মোজাম্মেল হক বলেন, ১৪ ফেব্র“য়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা মনোনীত প্রার্থী নাসেরুল হককে জয়যুক্ত করুন। নাসেরুল হক জয়যুক্ত হলে সাতক্ষীরা পৌরসভায় দ্বিগুণ উন্নয়ন হবে। আমি কথা দিলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন প্রমূখ।
Comments are closed.