December 26, 2024, 1:27 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযানে তিন দালাল আটক…..

সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযানে তিন দালাল আটক…..

Hasan Imam:ফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গ্রেফতারের পর তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা।মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা কালেকটরেট চত্বরে এ ঘটনা ঘটে। দুদক কর্মকর্তা শাওন মিয়া, নীলকমল পাল ও বিজন কুমার সরদার এ অভিযান পরিচালনা করেন। তবে ভুক্তভোগীরা বলেন, দালাল ছাড়া কাগজপত্র জমা দিলে সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা যাচ্ছে তাই ব্যবহার করে। তারা কোন কাজের জন্য দিনের পর দি ঘুরাতে থাকে। অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথিত দালালদের অর্থের চুক্তি আছে।সাজাপ্রাপ্তরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের জিয়াউল হক, একই গ্রামের সাইফুল আলম ও সাতানি গ্রামের আল আমিন সরদার। সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা এ ঘটনা নিশ্চিত করে জানান, আটক জিয়াউলকে ৩০ দিন এবং অপর দুই জন সাইফুল ও আল-আমিনকে ১৫ দিন করে জেল দেওয়া হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com