জেলা প্রতিনিধিঃঠাকুর অনুকুল চন্দ্রের সৎ সঙ্গ সাতক্ষীরা জেলার অর্থ সম্পাদক ও জেলা মন্দির সমিতির সাবেক কর্মকর্তা চন্দ্র শেখর দেবনাথ আর নেই। শুক্রবার সকাল ৮.২০ মিনিটের দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকালে বাগেরহাটের ফকির হাটের গ্রামের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অশংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
তার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা মহাশ্মশান কমিটির উপদেষ্টা ভূধর চন্দ্র সরকার, দ্বীনবন্ধু মিত্র, সভাপতি গৌর চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক তপন কুমার হালদার, অনিত কুমার মুখার্জী(অতি:পিপি), ঠাকুর অনুকুল চন্দ্রের সৎ সঙ্গ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক সুকৃতি কুমার রায়, শংঙ্কর কুমার রায়, শিক্ষক দিপাসিন্ধু তরফদার, কিরন্ময় সরকার, দিলিপ কুমার রায়, সত্যজিত রায়, সঞ্জিব কুমার দাশ, সুনির্মল মন্ডল, নির্মল কুমার মন্ডল(সহকর্মী), উৎপল সাহা প্রমুখ। বিস্তারিত———-