July 27, 2024, 3:40 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত আপারেশন ও জরুরী বিভাগ চালু করা হবে-এমপি রবি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত আপারেশন ও জরুরী বিভাগ চালু করা হবে-এমপি রবি

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় সভা সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল তত্বাবধায়ক কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে এমপি রবি বলেন, ‘অসহায় রোগীদের স্বার্থে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত আপারেশন ও জরুরী বিভাগ চালু করা হবে। ডাক্তার সংকট দুর করে সিসিইউ ও ডায়ালসিসসহ সব বিষয়ে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হবে। অন্যায় করলে ছাড় পাবেননা। সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহবান জানান। সভায় সার্বিক স্বাস্থ্য সেবা উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়া উদ্দিন, অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, তত্বাবধায়ক ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. প্রশান্ত কুমার কুন্ডু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, ডা. কাজী আরিফ আহমেদ প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডা. জি.এম আলমগীর কবির।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com