October 31, 2024, 3:12 am
সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরামের ৫ম বর্ষে পদার্পন, নতুন কমিটির অভিষেক ও স্মরনিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা ল কলেজে ল স্টুডেন্টস ফোরাম সাতক্ষীরার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এস.এম হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শাহ আলম, বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা, ল স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী শাহাবুদ্দিন সাজু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক এড. অরুন ব্যানাজী, এড. সিরাজুল ইসলাম, এড. মুনির উদ্দীন, এড. নাজমুন নাহার ঝুমুর। অনুষ্ঠানে সাবেক কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সম্প্রতি ল স্টুডেন্ট ফোরামের নির্বাচনে সভাপতি বিপ্লব হোসেন ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম নির্বাচিত হন। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, মোখলেছুর রহমান ও নুর আলী।
Comments are closed.