February 5, 2025, 8:52 am
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। কমিটি ঘোষনার পর বিরোধের ঘটনা সামনে এসেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে আলাদা আলাদা ভাবে। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনার জন্মদিন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ফিরোজ কামাল শুভ্র প্রমুখ। অপরদিকে শহরের একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী,সাবেক সভাপতি এস এম শওকত হোসেন। বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বলেন বাধ্য হয়ে আলাদা ভাবে শেখ হাসিনার জন্মদিন পালন করত হয়েছে। আওয়ামী লীগের কতিপয় নেতা অভিযোগ রয়েছে এমন লোকজনদেরকে কমিটিতে নিয়ে এসেছে।পরীক্ষীত নেতাদের কমিটি গঠন করা হয়েছে।
Comments are closed.