February 17, 2025, 5:28 pm
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৫ জন নিয়মিত মামলার আসামী এবং ২ জনের নামে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজিব খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুল হক ও সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর সার্বিক তত্বাবধানে থানার এসআই দেব কুমার দাস, এসআই মোঃ ওহিদুল ইসলাম, এসআই মানিক কুমার সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে বিভিন্নস্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তাারকৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments are closed.