March 14, 2025, 6:06 am
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, মো. আবুল হাসানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অরিত্র মোহন সরকার, সুদীপ্ত দেবনাথ, শ্রেয়ান মজুমদার। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীন।
Comments are closed.