February 17, 2025, 2:26 pm
নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হাসান খান, গাজী মোমিন উদ্দীন, ইয়াহিয়া ইকবাল, শ্যামল কুমার দাশ, আব্দুল হামিদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক গাজী মোমিন উদ্দীন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।
Comments are closed.