January 14, 2025, 8:49 am
মাসুদ আলী: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, মাহমুদুল হাসান, সিরাজুল ইসলাম, মতিউর রহমান, আবুল হাসান, ইয়াহিয়া ইকবাল, কাবিজুল ইসলাম, গাজী মোমিন উদ্দিন, আলতাফ হোসেন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল মজুমদার।
Comments are closed.