July 27, 2024, 12:53 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালিত

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালিত

আব্দুর রহমান: সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের হলরুমে কেক কাটা, দোয়া ও আলোচনা সভায় একাডেমিক ইনচার্জ ড. এম.এম নজমুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌশলী মো. মাকসুদুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটাল বিভাগীয় প্রধান এবিএম সিদ্দিক, ইলেকট্রনিক্স বিভাগীয় প্রধান প্রকৌশলী অলোক সরকার, সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট কাশিঅকস সভাপতি মো. আজমল হোসেন প্রমুখ। সকালে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ক্যাম্পাসের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে খেলা-ধূলা ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় প্রধান আর.এসি মো. এনামুল হাসান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com