HasanImam: সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরার ডেপুটি জেনারেল ম্যানেজার এ. এম. ফরহাদ হোসেনের পবিত্র হজ্ব গমন উপলক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৬টায় সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ, প্রিন্সিপাল কমিটি, সাতক্ষীরার উদ্যোগে সোনালী ব্যাংকের সাতক্ষীরার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরার সভাপতি জনাব মীর সাহাজাদ আলী। অনুষ্ঠানে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ, সাতক্ষীরার সকল নির্বাহী কর্মকর্তাসহ সোনালী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা শহরস্থ সকল শাখার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারি গণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী বঙ্গবন্ধু পরিষদ, প্রিন্সিপাল কমিটি, সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাওয়ার হাউজ মসজিদ, সাতক্ষীরার ইমাম মোঃ জাহাঙ্গীর হোসেন।