December 11, 2024, 7:19 am
হাসান ইমামঃসাতক্ষীরা জেলা স্বর্ণ শিল্প ছাই-মাটি শ্রমিক ইউনিয়ন এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি ও অফিস শুভ উদ্বোধন করা হয়েছে।গত ৬ সেপ্টেম্বর-২০১৯ শুক্রবার বিকাল ৫টায় কামালনগরস্থ অত্র শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়নের আইন উপদেষ্টা এডভোকেট আল মাহমুদ পলাশ। পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুজ্জামান, পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনি, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, জেলা স্বর্ণ মালিক সমিতিনেতা মহাদেব কুমার মনা। বক্তব্য রাখেন শ্রমিকনেতা আবুল হাসান, ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্নসাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা স্বর্ণ শিল্প ছাই-মাটি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ আব্দুল হক ও পরিচালনা করেন সহ-সভাপতি কামরুল ইসলাম।
Comments are closed.