October 23, 2024, 7:06 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সানজিদা শাহনাজ সোমা সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত

সানজিদা শাহনাজ সোমা সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত

 দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা সাতক্ষীরা জেলার ২০১৯ সালের শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন। সানজিদা শাহনাজ সোমা ২০১৯ সদর উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। সানজিদা শাহনাজ সোমা সদর উপজেলার মাষ্টারপাড়া গ্রামের অধিবাসী অধ্যক্ষ মোশারফ হোসেনের জ্যেষ্ঠ কন্যা। তিনি ২০১২, ২০১৬ ও ২০১৭ সালেও সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন। তিনি ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি লাভ সহ এস,এস,সি’তে বিজ্ঞান শাখায় (যশোর বোর্ড) ১ম বিভাগে এবং এইচ,এস,সিতে ও বিজ্ঞান শাখায় (যশোর বোর্ড) ১ম বিভাগে উত্তীর্ণ হন। তিনি প্রাণি বিজ্ঞান বিভাগে (ঢাকা বিশ্ববিদ্যালয়) অনার্সে ১৩তম স্থান লাভ করেন। মাস্টার্স পরীক্ষায় (ঢাকা বিশ্ববিদ্যালয়) ফিসারিজ বিভাগ থেকে ১৭তম স্থান লাভ করেন। বর্তমানে সাতক্ষীরা সদর উপজেলায় প্রাথমিক বিজ্ঞান ও সংগীত বিষয়ে মাস্টার ট্রেনার হিসাবে দায়িত্ব পালন করেন এবং শিশুদের শুদ্ধ উচ্চারণ ও সঠিক তাল, লয়, সুর বজায় রেখে জাতীয় সংগীত গাওয়ার চর্চা করিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন পত্র পত্রিকায় ও ম্যাগাজিনে তার বহু লেখা প্রকাশিত হয়েছে। তার লেখা একটি প্রবন্ধ ও কবিতার বইও প্রকাশিত হয়েছে। বিভিন্ন সময়ে তিনি গল্প, কবিতা, ছড়া, গান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতায় পুরস্কার লাভ করেছেন। ২০১১ সাল থেকে তিনি দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তিনি নিজস্ব উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড’ডে মিল মিল কার্যক্রম, ফুল ও ফলের বাগান তৈরি, নিয়মিত অভিভাবক ও মা সমাবেশ, বাল্য বিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী কার্যক্রম এবং নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম প্রদান ও পিকনিক সহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তিনি জীবদ্দশায় বাকি জীবন সমাজসেবা ও মানুষের ভালবাসা নিয়ে আরো বেশি সফলতার দ্বার প্রান্তে পৌছাতে চান এজন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com