December 21, 2024, 5:09 pm
সাতক্ষীরা সুলতানপুর নিবাসী সাবেক পৌর মেয়র মরহুম শেখ আশরাফুল হক এর সহধর্মিণী এবং সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক ও তহুরা, মারুফ, তানিয়া, তারিখের আম্মা মোছাঃ হাছিনা খাতুন (৭৮) আজ মঙ্গলবার সকাল ৬ টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি……….রাজেউন।
হাছিনা খাতুন দীর্ঘদিন যাবত ডায়বেটিস, কিডনী ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১৩ জুলাই নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমার নামাজের জানাযা আজ বাদ জোহর দুপুর ২ টার সময় সুলতানপুর ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত নামাজে জানাযায় সকল কে শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Comments are closed.