October 31, 2024, 3:12 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সাবেক সহকারী সচিবের বিষয়ে সতর্ক করলেন সংসদ উপনেতা

সাবেক সহকারী সচিবের বিষয়ে সতর্ক করলেন সংসদ উপনেতা

নিজের সাবেক সহকারী একান্ত সচিব জামাল হোসেন মিয়ার প্রতারণার বিষয়ে সতর্ক করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। জামাল হোসেন ফরিদপুরের নগরকান্দা থানার কদমতলী গ্রামের আবু শহিদ মিয়ার ছেলে।

শনিবার (১৩ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো সতর্ক বার্তায় বলা হয়, গত ২০১৩ সালে সংসদ উপনেতার সহকারী সচিব হিসেবে কিছুদিন কাজ করেছেন জামাল হোসেন। কিন্তু বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত হওয়ায় তাকে ওই সময় দফতর থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। ওই দফতরের সঙ্গে বর্তমানে তার কোনো সম্পর্ক নেই।তবে সম্প্রতি জামাল হোসেন সংসদ উপনেতার নাম ব্যবহার করে প্রতারণা করছে মর্মে অভিযোগ এসেছে। এমতাবস্থায় জামাল হোসেনের সঙ্গে আর্থিক কিংবা প্রশাসনিক কোনো কার্যক্রমের দায়িত্ব অফিস বহন করবে না বলে জানান এমপি সাজেদা চৌধুরী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com