October 31, 2024, 3:12 am
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে বিচারক আসসামছ মোহাম্মদ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। এ মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশের কাউন্টার টেররিজমের সাইবার ইউনিটকে অভিযোগের বিষয় তদন্ত করে আগামী ১৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।মামলার অন্য দুই আসামি হলেন- মিলার সাবেক স্বামীর ভাই এসএমআর রহমান এবং মামাতো ভাই খান আল আমিন।বৃহস্পতিবার বাদীপক্ষের শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি ও এইচএম তানভীর।একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে মিলার বিয়ে হয় ২০১৭ সালের ১২ মে। তবে তাদের এই সংসার বেশিদিন হয়নি; ভেঙে যায়।যৌতুকের জন্য মারধরের অভিযোগে এনে বিয়ের বছরেরই ৫ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় সানজারির বিরুদ্ধে আরেক মামলা করেছিলেন মিলা।
Comments are closed.