January 15, 2025, 10:23 am
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু’র উদ্যোগে মেডিকেল কলেজে ১০টি উন্নত মানের বেড, ২টি অক্সিজেন কনন্সেনট্রেটর এবং ১টি ইাইফ্লো নাজেল ক্যালোনা প্রদান করা হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৯টায় এ সব সরঞ্জাম সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্তাবধায়ক ডা: কুদরত ই খুদার কাছে হস্তান্তর করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, প্রকৌশলী শেখ মোঃ ইলিয়াস হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন প্রমূখ।
আসাদুজ্জামান বাবু বলেন, সাতক্ষীরায় করোনা ভয়াবহ আকার ধারণ করায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে সম্পূর্ণ করোনা ডেডিকেটেট হাসপাতালে পরিণত করা হয়েছে। কিন্তু বেড এবং সরঞ্জামের সংকটে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। রোগিদের কথা চিন্তা করে তার উদ্যোগে একজন ব্যক্তি ও নাভানা গ্রুপের মাধ্যমে ১০টি উন্নত মানের বেড, ২টি অক্সিজেন কনন্সেট্রেটর এবং ১টি ইাইফ্লো নাজেল ক্যালোনার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো কিছু সরঞ্জাম মেডিকেলে এনে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।
Comments are closed.