ডেস্ক: সাতক্ষীরার সিঙ্গার সাতক্ষীরা শো-রুমে ‘কিচেন অ্যাপ্লায়াস’র ডেমন্সট্রেশন’ অনুষ্ঠান রবিবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শো-রুমের ম্যানেজার এড. কামরুজ্জামান বিপুল। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা করেন, সিঙ্গার বাংলাদেশ’র এ্যাসিটেন্ট ম্যানেজার স্মল অ্যাপ্লেয়স লুবনা হামিদ, ডিস্ট্রিক্ট ম্যানেজার চৌধুরী মামনুর তোবাশ্বির, এরিয়া ম্যানেজার সাউথ ইস্ট মোহাম্মদ শফিকুজ্জামান প্রমুখ।আলোকরা বলেন, প্রতিদিনের রান্নায় বিভিন্নরকম ভোজ্য তেলের ব্যবহার স্বাস্থ্য ঝুঁকি তৈরী করে। ডেমন্সট্রেশন’ অনুষ্ঠানে সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন দিয়ে তেল ছাড়াই স্বাস্থ্যকর রান্নাকর প্রক্রিয়া প্রদর্শন করা হয়েছে। এছাড়াও অন্যান্য কিচেন অ্যাপ্লায়েন্স ব্যবহার করে বিভিন্নরকম মজাদার রান্না হয়েছে যা সবার প্রাত্যাহিক জীবনকে আরও সহজ ও আনন্দময় করে তুলবে।
এসময় উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না, আরা, খুরশিদা ইসলাম খুশী প্রমুখ।