October 31, 2024, 3:12 am
সাতক্ষীরা জন সমাজ মনে রেখেছেন এই জেলার বিচার বিভাগের এক সময়ের অভিভাবক বর্তমানে রাজশাহীতে কর্মরত সিনিয়র জেলা ওদায়রা জজ কবি শেষ মফিজুর রহমানকে। দেশের বিচার বিভাগের অন্যতম আলোক বর্তিকা, মানবিক নারীবাদী কবি খ্যাত দেশের প্রধানতম কবিকে সাতক্ষীরার কবি, সাহিত্যিক, আইনজীবী, সুধী সমাজ হৃদচিত্তে পরম মমতায় স্বরন করলেন সেই সাথে মানবিক বিচারক আধুনিক কবি শুন্যতার অভাব অনুভব করলেন। কবি শেখ মফিজুর রহমানকে নিবেদিত সাহিত্য সংকলন “প্রাজ্ঞজন” প্রকাশনা উৎসবের আলোক উজ্জ্বল অনুষ্ঠানে কবির কবিতা, কবির মানবিক মূল্যবোধ,কবিতার অন্ত নিহিত তাৎপর্য,কবির কবিতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী অধিকার, নারী স্বাধীনতা, ভাষার ব্যবহার, শব্দ চয়ন নিয়ে আলোচকরা একের পর এক কথকথা বললেন, গতকাল সাতক্ষীরা শহরস্থ ম্যানগ্রোভ এ আয়োজিত প্রকাশনা ও উৎসবে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা বিচার বিভাগের প্রাক্তন বিজ্ঞ বিচারক বর্তমানে খুলনার সিনিয়র সহকারী জজ বিশিষ্ট্য আছতিকার ইয়াস মিন নাহার, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সহিদুলহাসান ও অধ্যাপক আব্দুল হামিদ, ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ শামস ইসতিয়াক শোভন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ আয়োজিত উক্ত প্রকাশনা উৎসবে কবি কিশোরী মোহন, কবি কাজী গুলশান আরা, এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, কবি স.ম তুহীন,অধ্যাপক মহিউদ্দীন মহন, মহিলা বিষয়ক উপ পরিচালক নাজমুন নাহার প্রমুখ। উপস্থাপনায়ছিলেন কুমার ঢালী।
Comments are closed.