October 31, 2024, 3:13 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

“বয়সের সমতার পথে যাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ৯টায় শহরের নিউমাকের্টস্থ শহীদ আলাউদ্দিন চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেডিয়াম সংলগ্ন নিজস্ব কার্যালয়ে শেষ হয়। সকাল ১০টায় জেলা স্টেডিয়াম সংলগ্ন নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি ডা. সুশান্ত ঘোষ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবেদুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, এড. এস এম হায়দার আলী, খুলনা মেডিকেল কলেজের সাবেক সচিব ফজলুর রহমান।এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আবু সায়ীদ,জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, অধ্যাপক ভূধর চন্দ্র সরকার, কাজী আবু হেলাল, মোঃ হাসান ইমাম, শেখ তৌহিদুর রহমান ডাবলু, শেখ আব্দুল ওয়াছেক, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, দীলিপ কুমার চ্যাটার্জী, মোঃ হাদিউজ্জামান, মোঃ আব্দুস সোবহান, এড. অরুন ব্যানার্জি, এস কে আজিজুল হক, ইঞ্জি: আব্দুর রশিদ, মাধব দত্ত, এড. আসাদুজ্জামান দিলু, মোঃ রফিকুল হাসান, কাজী মোঃ রওনক, শাফাউদ্দিন, এটিএম আনিছুর রহমান, আলহাজ্ব আব্দুর রশিদ, এবিএম শোকর আনা রানা, মোঃ আব্দুল হামিদ, ইয়াহিয়া ইকবাল, মোঃ মুরাদুল হক প্রমুখ। আলোচনা সভার পূর্বে সংগঠনের প্রবীণদের লেখা প্রবীণ বার্ত’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এসময় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য শহিদুর রহমান।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডঃ এটিএম মাছউদুর রহমান এবং গীতা পাঠ করেন তৃপ্তি মোহন মল্লিক। এর আগে সংগঠনের প্রয়াত দুইজন সদস্য ডঃ মতিউর রহমান ও আব্দুল হামিদ এর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com