January 23, 2025, 12:49 pm
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শিরোপা জয়ের তৃপ্তি নিয়েই ফিরছেন সাকিব আল হাসান। ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তার দল বার্বাডোজ ট্রাইডেন্টস।ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২৭ রানে গায়ানা আমাজনকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে মেতেছে সাকিবের দল। এনিয়ে দ্বিতীয়বারের মতো সিপিএল ট্রফি জিতল বার্বাডোজ।শনিবার গভীর রাতে ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে বার্বাডোজ। জবাবে নেমে গায়ানা আটকে যায় ৯ উইকেটে ১৪৪ রানে।সাকিবেরও এটি দ্বিতীয় সিপিএল শিরোপা। ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে প্রথমবার ট্রফি জেতেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।প্রথম ব্যাট করতে নেমে রীতিমতো রান পাহাড়ে উঠে যায় বার্বাডোজ। ব্যাটে ঝড় তুলতে না পারলেও মন্দ খেলেন নি সাকিব। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ১৫ করে রান আউট হন তিনি। তাদের দলের জোনাথন কার্টার ২৭ বলে করেন ৫০ রান। ৩৯ রান আসে জনসন চার্লসের ব্যাট থেকে।এরপর জবাব দিতে নেমে সাকিবদের বোলিংয়ের সঙ্গে পেরে উঠেনি গায়ানা। দল থামে ১৪৪ রানে। যদিও বল হাতে সাফল্য পাননি সাকিব। নিজের প্রথম ওভারে ৫ রান দিয়ে শুরু করেন। এরপর দ্বিতীয় ওভারে ১৩ রান দেন তিনি। ২ ওভারে ১৮ রান দিলেও দেখা পাননি উইকেটের।
Comments are closed.