October 31, 2024, 3:13 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সীমান্তবর্তী জেলায় এপ্রিলের পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা: স্বাস্থ্য অধিদপ্তর

সীমান্তবর্তী জেলায় এপ্রিলের পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে করোনার সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। সংক্রমণে এপ্রিলের পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে, বিশেষ করে অন্যান্য জেলার চেয়ে সীমান্তবর্তী জেলায় সংক্রমণ শনাক্তের হার ঊর্ধ্বমুখী। গত সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. রোবেদ আমিন স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে অনেক বেশি সংক্রমণ পেয়েছি। সীমান্তবর্তী প্রায় সব জেলায় যেখানে সংক্রমণ বেশি সেখানে মৃত্যুও হচ্ছে। সব জায়গায় মৃত্যুর পরিমাণ অনেক বেশি দেখছি। এ জন্য আমাদের যেসব স্থান দিয়ে বিদেশ থেকে মানুষ আসছেন, সেসব স্থানে আমরা বেশি পরিমাণে যদি হাউস ট্রেনিং করতে পারি, তাহলে অনেক বেশি উপকার পেতে পারি।

দেশে করোনা সংক্রমিত ঝুঁকিপূর্ণ ৫১ জেলায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট অতীব জরুরি মন্তব্য করে রোবেদ আমিন বলেন, এসব জেলায় টেস্ট বাড়ানোর প্রয়োজন। সংক্রমিত জেলার কেউ জ্বর বা জ্বর সংক্রান্ত অন্য কোনো সমস্যায় ভুগলে তার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট জরুরি। করোনা পজিটিভ না হলেও নন-করোনা চিকিৎসার জন্যও এ টেস্ট দরকার।

তিনি আরও বলেন, গত ১৯ জুন থেকে ২৬ জুন যেসব অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে তাতে পজিটিভের সংখ্যা আগের চেয়ে ২৪ শতাংশ বেশি। কিন্তু দেখা গেছে অধিক সংক্রমিত ১৮ জেলার ১৯০টি উপজেলায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের সংখ্যা তুলনামূলক কম।

এই কর্মকর্তা বলেন, চীনের সিনোফার্মের টিকা শিগগিরই দেশের সব জায়গায় দেওয়া হবে। যথাসময়ে টিকা প্রদানের তারিখ জানিয়ে দেওয়া হবে।

দেশে বেশ কয়েকটি কোম্পানির টিকা দেওয়া হচ্ছে জানিয়ে অধ্যাপক রোবেদ আমিন বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ডের কিছু ডোজ দিতে পেরেছিলাম। পরবর্তীতে চীনের সিনোফার্ম এবং কোভ্যাক্স সুবিধার আওতায় আসা ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকা সহসাই পাচ্ছে না বাংলাদেশ জানিয়ে তিনি বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার স্বল্পতা রয়েছে। এই সংকট খুব দ্রুত শেষ হবে না ।

সরকারের হাতে কোভিশিল্ড টিকা কত রয়েছে প্রশ্নে তিনি বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার সংকট রয়েছে। এর সমাধান চট করেই হয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি না। কারণ, ভারত থেকে এই টিকা যতটুকু পাওয়ার কথা ছিল তার সমাধান এখনো হয়নি। একই সঙ্গে অন্যান্য স্থান থেকেও এই টিকা পাওয়া সম্ভব না।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com