October 31, 2024, 3:12 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সুন্দরবনে দুবলা হতে ১০ শিশু শ্রমিক উদ্ধার: এক অপহরণকারী আটক

সুন্দরবনে দুবলা হতে ১০ শিশু শ্রমিক উদ্ধার: এক অপহরণকারী আটক

কোস্টগার্ড পশ্চিম জনের সদস্যরা সুন্দরবনের দুবলা এলাকা হতে ১০ শিশু শ্রমিককে উদ্ধার করেছে। এসময় আটক করেছে একজন অপহরণকারীকে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি আউটপোস্ট দুবলা’র একটি টহল দল বাগেরহাট জেলার শরণখোলা থানাধীন মাঝেরকেল¬া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জন শিশু শ্রমিকসহ এক অপহরণকারীকে আটক করে। অপহরণকারীর চট্টগ্রাম জেলার বাশখালী থানার কুচুরী গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মো. নুরুল হক (লেদু মিয়া)।উদ্ধারকৃত শিশুশ্রমিকরা যথাক্রমে কিশোরগঞ্জের সাগর ফেনা গ্রামের নূর উদ্দীন মিয়ার ছেলে মো. রেণু মিয়া, চাঁদপুরের বারিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে মো. মানিক হোসেন, ময়মনসিংহ জেলার মোল্লাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে মো. হৃদয়, কিশোরগঞ্জের হলিমা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. টুটুল মিয়া, হবিগঞ্জের শিববাড়ি গ্রামের মনির হোসেনের ছেলে মো. আক্তার হোসেন, নোয়াখালির জেলার জসিমের ছেলে মো. আলআমিন, চট্টগ্রামের আব্দুল খালেকের ছেলে মো আমির হোসেন, ময়মনসিংহের মোখলেছুর রহমানের ছেলে মো. রিমন, নোয়াখালির আব্দুল মালেকের ছেলে মো. আরিফ ও কুষ্টিয়ার কচির উদ্দিনের ছেলে মো. পারভেজ।অপহরণকারীরা এদেরকে বিভিন্ন জায়গা থেকে কাজ দেওয়ার কথা বলে নৌকাযোগে দুবলাচরের শুটকি পল্ল¬ীতে নিয়ে আসে। গত ঘূর্ণিঝড় বুলবুলের সময় উদ্ধারকৃতদের একজন ঘটনাটি অবগত করলে কোস্ট গার্ড পরবর্তীতে উদ্ধারকাজ পরিচালনা করে। আটক অপহরণকারী ও উদ্ধারকৃত শিশু শ্রমিকদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে শিশুশ্রম ও শ্রমদাস দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com