December 11, 2024, 7:24 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরা নিষিদ্ধ

সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরা নিষিদ্ধ

শ্যামনগর সদর প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নদ-নদী ও খালে সকল প্রকার মাছ ও কাঁকড়া ধরার নিষিদ্ধ করা হয়েছে বন বিভাগের পক্ষ থেকে। গত ১৯ জুলাই হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। তথ্য সংশ্লিষ্ট বন বিভাগের। সাতক্ষীরা সহকারি বন সংরক্ষক (এসিএফ) জিএম রফিক আহমেদ জানান, কতিপয় অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৌশলে সুন্দরবনের বিভিন্ন নদী খালে বিষ দিয়ে মাছ ধরা অব্যহত রেখেছে। এতে মাছ ও কাঁকড়ার প্রজনন ক্ষতিগ্রস্থসহ সার্বিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে। সুন্দরবনকে বিষ মুক্ত করতে এধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তিনি উল্লেখ করেন। খুলনা বিভাগীয় বন সংরক্ষক (পশ্চিম) ডিএফও বশিরুল আল মামুন বলেন, এসময় সুন্দরবনে টহল জোরদার করা হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com