শ্যামনগর (সদর) প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নদী খালে জেলেদের দীর্ঘদিন মাছ-কাঁকড়া আহরণ বন্ধ থাকার পরে বন বিভাগের পক্ষ থেকে পুনরায় অনুমতি প্রদান করা হয়েছে। রোববার সকাল ১০ টায় খুলনা বিভাগীয় বন সংরক্ষক (ডিএফও) বশিরুল আল মামুনের সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে আলোচনা শেষে জেলেদের মাছ-কাঁকড়া আহরণে অনুমতি প্রদান করা হয়।সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) জি,এম রফিক আহম্মেদ জানান, অসাধু জেলেরা বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন নদী খালে বিষ দিয়ে মাছ-কাঁকড়া আহরণ শুরু করে। এতে সুন্দরবনের জীব-বৈচিত্র্যে বিরুপ প্রভাব সৃষ্টি হয়। সে কারন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে বন বিভাগের পক্ষ থেকে জেলেদের অনুমতি প্রদান বন্ধ করে দেওয়া হয়। বন জীবিদের সার্বিক বিষয় বিবেচনা করে ৩৩ দিন পরে জেলেদের পুনরায় অনুমতি প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট বন অফিস হতে অনুমতি নিয়ে জেলেরা সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ করতে পারবেন। তবে, জেলেরা বড় নদীতে এবং ফাঁস জাল, ইলিশ জাল, পোকা জাল এবং ভেসালী জাল ব্যবহার করে মাছ-কাঁকড়া আহরণ করতে পারবেন না। প্রসঙ্গত, গত ২৮ জুলাই হতে ৩০ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ কাঁকড়া আহরণে অনুমতি প্রদান বন্ধ ছিল। এতে সুন্দরবন নির্ভশীল হাজার হাজার জেলে পরিবারের উপরে অবর্ণনীয় দুঃখ দুর্দশা নেমে আসে।