শ্যামনগর (সদর) প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা মুক্তিপনের দাবিতে ৩ জেলেকে অপহরন করেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে সুন্দরবনে বৈকারী খাল থেকে জেলেদের অপহরণ করে মাথাপিছু ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে জোনাব বাহিনীর সদস্যরা।অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামে নওশেদ গাজীর ছেলে মোবারক গাজী (৪৫), টেংড়াখালী গ্রামে মৃত তমিজ গাজীর ছেলে ছাত্তার গাজী (৩৩) এবং গাবুর গ্রামে আলম গাজী (২৮)।অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামে ইমাম আলী জানায়, এক সপ্তাহ আগে কৈখালী বন অফিস হতে অনুমতি নিয়ে বৈকারী খালে মাছ ধরার সময় জোনাব বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে জেলেদের অপহরণ করে। এ বিষয়ে কৈখালীবন স্টেশন কর্মকর্তা এসও কামরুল ইসলাম বলেন, জেলে অপহরণের বিষয় শুনেছি। তবে, কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে জেলেদের উদ্ধারের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।