শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে একই রাতে ৬ ব্যক্তিকে উঠিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগিদের পক্ষে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং-৬১৫। ওসি নাজমুল হুদা জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় আমরা উদ্ধারের লক্ষে তৎপরতা চালিয়ে যাচ্ছি। তবে রাতে র্যাব-৬ খুলনার মেজর মো. শামিম সরকার জানান, সুন্দরবন কেন্দ্রিক কিছু ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও খোজ খবর অব্যাহত আছে। তবে কাদেরকে আটক করেছেন সে বিষয়ে কোনকিছু জানাননি। এদিকে গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রাম থেকে উঠিয়ে নেয়া ব্যক্তিদের মধ্যে স্থানীয়ভাবে জানা গেছে, ওই গ্রামের মৃত নেছার উদ্দীন কাগুচীর ছেলে কাসেম আলী কাগুজী (৪৫) একই গ্রামের সাত্তার খাঁর ছেলে হাবিবুল্যাহ খান (৪৫), মোহাম্মদ কাগুচীর ছেলে রফিকুল কাগুচী (৩০), হাকিম গাজীর ছেলে মাকসুদুল গাজী (৪৫), আছর উদ্দীন কাগুচীর ছেলে আক্তার কাগুচী (৩৫) এবং এশার আলী কাগুচীর ছেলে মহিবুল¬াহ কাগুচী (৪০)। গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, প্রতিদিনের ন্যায় মৎস্য ঘের পাহারা দেওয়ার জন্য শুক্রবার রাতে ওই ৬ ব্যক্তি মাছের ঘেরের বাসায় যেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তাদেরকে উঠিয়ে নেয়া হয়। তাৎক্ষণিক বিষয়টি শ্যামনগর থানা পুলিশকে অবহিত করেন।