September 9, 2024, 12:38 pm
ডেস্ক: ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনে দেশি-বিদেশি ইকো-ট্যুরিস্টদের আকৃষ্ট করতে ও তাদের সুযোগ-সুবিধা বাড়াতে সুন্দরবন সংলগ্ন বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার লোকালয়ে বিশ্বমানের ২টি করে ৬টি বিশেষ পর্যটন কেন্দ্র গড়ে তুলতে প্রাথমিক কাজ শুরু করেছে পর্যটন মন্ত্রণালয়। এই ৬টি বিশেষ পর্যটন কেন্দ্রের জন্য স্থান নির্ধারণ ও ভূমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু হবে। ২০২২ সালের মধ্যে এসব পর্যটন কেন্দ্রের কাজ শেষ হবে। সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বিশেষ এসব পর্যটন কেন্দ্রের স্থান সরজমিন পরিদর্শন করে গতকাল দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক একথা বলেন। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে ‘বাগেরহাট জেলার পর্যটন শিল্পের বিকাশ, সমস্যা, সম্ভাবনা ও চ্যলেঞ্জ শীর্ষক’ এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষপর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, চেম্বার প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় তারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের কাছে বাগেরহাট জেলার পর্যটন শিল্পের বিকাশ, সমস্যা, সম্ভাবনা ও চ্যলেঞ্জ সমূহ তুলে ধরেন।
Comments are closed.