January 15, 2025, 9:17 am
নিয়ম-নীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার পর অবশেষে বিলুপ্ত করা হয়েছে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি। তবে সাধারণ সভায় আবারও পাতানো কমিটি গঠনের পায়তারা করলেও তা সফল হয়নি বলে জানান সাংবাদিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সাধারণ সভায় প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। স্থানীয় সাংবাদিকরা জানান, সাধারন সভায় প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুসহ কতিপয় সাংবাদিকদের নিয়ে আবারো পকেট কমিটি গঠনের পায়তারা শুরু করা হয়। এ সময় প্রকৃত সাংবাদিকরা স্বচ্ছ নির্বাচন কমিশন গঠন করে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের আহ্বান জানান। তবে এ প্রস্তাব প্রত্যাখান করে দিয়ে প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু আর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ক্ষিপ্ত হয়ে প্রকৃত সাংবাদিকদের সাথে খারাপ আচরণ শুরু করেন।
তখন অধিকাংশ সাংবাদিক বিষয়টির প্রতিবাদ করেন। এসময় প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক গ্রুপের নামসর্বস্ব পত্রিকার কিছু সাংবাদিকের সাথে প্রকৃত সাংবাদিকদের বাকবিতন্ডা শুরু হয় এবং বিরুপ পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিক কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন এবং প্রেসক্লাবের সাংবাদিকদের একাংশ সাধারণ সভা বর্জন করে প্রেসক্লাব থেকে চলে আসেন। এরপর পুনরায় কিছু সদস্যদের দিয়ে প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক আবারো পকেট কমিটি গঠনের চেষ্টা করলেও সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে তা ব্যর্থ হয়। পরে প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মোফাখখারুল ইসলাম নিলু, গাজী মিজানুর রহমান ও আব্দুল লতিফ মোড়ল।
প্রেসক্লাবের সংঘর্ষ ও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি কার্যনির্বাহী গঠনের দাবী জানিয়েছেন সাংবাদিকসহ সচেতন মহল।
Comments are closed.