July 26, 2024, 11:45 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
স্নাতক শেষ না করে ৪৩তম বিসিএসে আবেদন নয়

স্নাতক শেষ না করে ৪৩তম বিসিএসে আবেদন নয়

স্নাতক শেষ বর্ষের সব বিষয়ের পরীক্ষা শেষ না হলে কোনো শিক্ষার্থী ৪৩তম বিসিএসে অ্যাপেয়ার্ড হিসেবে আবেদন করতে পারবেন না। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে, দুপুরে এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা অ্যাপেয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএসে আবেদন করতে পারবেন। এরই পরিপ্রেক্ষিতেই পিএসসি থেকে জানানো হয়, স্নাতনের শেষ বর্ষের পরীক্ষার্থীরা বিসিএসে আবেদন করতে পারবেন না। পিএসসি সূত্র জানায়, যাদের সব পরীক্ষা শেষ হয়েছে এবং ফলের অপেক্ষায় আছেন, কেবল তারাই অ্যাপেয়ার্ড লিখে আবেদন করতে পারবেন। পরবর্তী সময়ে ফল প্রকাশের পর যোগ্য হলে প্রিলিমিনারি পরীক্ষায়ও অংশ নিতে পারেন। কিন্তু যাদের সব পারীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি তারা ৪৩তম বিসিএসে আবেদন করতে পারবেন না।

এ প্রসঙ্গে পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) পরিচালক নেয়ামত উল্ল্যাহ বলেন, ‘বিসিএসে আবেদনের জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই স্নাতকের সব বিষয়ের পরীক্ষা শেষ করতে হবে। তবেই তিনি অ্যাপেয়ার্ড হিসেবে আবেদন করতে পারবেন।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com