October 31, 2024, 3:13 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
স্বাধীন জিম্বাবুয়ের প্রথম প্রেসিডেন্ট মুগাবে মারা গেছেন

স্বাধীন জিম্বাবুয়ের প্রথম প্রেসিডেন্ট মুগাবে মারা গেছেন

আন্তর্জাতিক:জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন।শুক্রবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।৯৫ বছর বয়সে মারা যাওয়া মুগাবে গত এপ্রিল থেকে শারীরিক অসুস্থতা নিয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন।দীর্ঘ ৩৭ বছর জিম্বাবুয়ের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন মুগাবে। জিম্বাবুয়ের স্বাধীনতা আন্দোলনের অন্যতম এই পথিকৃৎ ২০১৭ সালে সামরিক বাহিনীর চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হন।জিম্বাবুয়ের স্বাধীনতার পর ১৯৮০ সালে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসেন মুগাবে। এরপর ১৯৮৭ সালে ওই পদ বিলুপ্তির পর থেকে পদত্যাগের আগ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি।রবার্ট মুগাবেকে জিম্বাবুয়ের ‘জাতির পিতা’ এবং ‘স্বাধীনতার নায়ক’ আখ্যা দিয়ে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন এমনানগাগোয়া।১৯২৪ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন রোডেশিয়ায় জন্মগ্রহণ করেন রবার্ট মুগাবে। ১৯৬৪ সালে রোডেশিয়ার সরকারের সমালোচনা করায় এক দশকেরও বেশি সময় কারাবাস করেন তিনি।১৯৭৩ সালে কারাগারে থাকার সময়ই জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন মুগাবে; এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com