January 14, 2025, 10:10 am
আব্দুর রহমান: স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রি অফিসের রেজিষ্ট্রি কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন দলিল লেখক সমিতির নেতৃবৃৃন্দ। গত ১৬ জুন ২০২১ তারিখে সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ আজাদ হোসেন সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।
দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ জানান, করোনা পরিস্থিতির কারনে দীর্ঘদিন লকাডাউন থাকায় রেজিষ্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি রাজস্ব আদায় হওয়ায় জরুরি সেবা কার্যক্রমের আওতায় রয়েছে। রেজিষ্ট্রি অফিস থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব প্রাপ্ত হয়। কিন্তু দীর্ঘদিন রেজিষ্ট্রি কার্যক্রম বন্ধ থাকায় একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে।
অন্যদিকে ১১৪ জন দলিল লেখকের পরিবারসহ কয়েকশতাধিক পরিবার মানবেতর জীবন যাপন করছে। যদি স্বাস্থ্য বিধি মেনে রেজিষ্ট্রি কার্যক্রম চালু হয় তাহলে সরকার রাজস্ব পাবে এবং দলিল লেখকসহ কয়েকশতাদিক পরিবার উপকৃত হবে। মানবিক বিবেচনায় স্বাস্থ্য বিধি মেনে রেজিষ্ট্রি কার্যক্রম চালু রাখার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
Comments are closed.