December 26, 2024, 11:03 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
স্মার্ট টেকনোলজিস নিয়ে এলো গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ

স্মার্ট টেকনোলজিস নিয়ে এলো গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ

স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাংলাদেশের বাজারে নিয়ে এলো গিগাবাইটের নতুন ২টি উচ্চ গতিসম্পন্ন গেমিং ল্যাপটপ। রবিবার স্মার্ট টেকনোলজিসের প্রধান কার্যালয়ে ল্যাপটপ ২টির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন, গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এবং গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী। আকর্ষণীয় এই ল্যাপটপগুলো কোর আই সেভেন ১৪ জেনারেশনের এইচএক্স সিরিজের প্রসেসর দিয়ে তৈরি, ল্যাপটপগুলো বাংলাদেশ মার্কেটে সোমবার থেকে পাওয়া যাবে।

এই ল্যাপটপগুলোকে পূর্ণাঙ্গ গেমিং ল্যাপটপ হিসেবে ব্যবহার করারর জন্য রয়েছে আরটিএক্স ৪০৭০ এবং আরটিএক্স ৪০৬০ গ্রাফিক্স কার্ড এবং ডিডিআর৫ ৫৬০০ মেগাহার্জের ১৬ জিবি র‍্যাম। স্টোরেজ হিসাবে থাকছে ওয়ান টিবি জেন-ফোর এসএসডি, ২কে রেজুলেশনের ডব্লিউকিউএইচডি ডিসপ্লে যার রিফ্রেশরেট ১৬৫ মেগাহার্জ। কী-বোর্ডগুলোতে রয়েছে আরজিবি ফিউশন এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে উইন্ডোজ ১১ হোম।

এই ল্যাপটপটিতে আরো ব্যবহার করা হয়েছে লেটেস্ট টেকনোলজি এআই ফিচার। এই এআই ফিচার ল্যাপটপ গুলোর জিপিইউ, সিপিইউ, র‍্যাম এবং এসএসডি কে অপটিমাইজ করবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com