October 6, 2024, 11:46 pm
ডেস্ক: কলারোয়া পৗরসভার স্যানিটেশন ব্যবসায়ীদের নিয়ে মেসার্স নিউ সরদার এন্টারপ্রাইজ, কলারোয়াতে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। স্যানিটেশন ব্যবসায়ী মোঃ ওহাবুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় স্যানিটেশন ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্কিং গড়ে তোলা, গুণগত মানের পণ্য উৎপাদন. দৈনিক আয় ব্যয়ের হিসাব রাখা, পুজি গঠন, সদস্যদের মধ্যে পুজি বিনিয়োগ, মাসিক কর্মপরিকল্পনা তৈরী ও সর্বোপরি স্যানিটেশন ব্যবসায়ীদের নিয়ে সংগঠন তৈরী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনের সদস্য, সাধারণ পরিষদ গঠন, কার্য নির্বাহী পরিষদ গঠনসহ সংগঠনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন স্যানিটেশন ব্যবসায়ী মোঃ রুহুল আমীন, মোঃ তরিকুল ইসলাম, শিমুল হোসেন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, আলমগীর কবীর (লিটন) ও পলাশ হোসেন প্রমুখ। স্যানিটেশন ব্যবসায়ীদের নিয়ে সংগঠন তৈরীর বিষয়ে বিস্তারিত রুপরেখা তুলে ধরেন হোপ ফর দি পুওরেষ্ট’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। সমগ্র সভাটি সভা পরিচালনা করেন অত্র সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার মোছা. রোকসানা পারভীন
Comments are closed.