January 3, 2025, 8:06 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
হজ এবং ওমরাহ বয়কটে লিবীয় মুফতির ফতোয়া জারি………

হজ এবং ওমরাহ বয়কটে লিবীয় মুফতির ফতোয়া জারি………

মক্কায় পবিত্র হজ এবং ওমরাহ পালনের পরিকল্পনা বাতিল করতে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন আফ্রিকার দেশ লিবিয়ার গ্র্যান্ড মুফতি সাদিক আল ঘারিয়ানি। হজ এবং ওমরাহ পালনে সৌদি আরবে না যাওয়ার আহ্বান জানিয়ে ফতোয়া জারি করেছেন তিনি।মুফতি সাদিক আল ঘারিয়ানি বলেছেন, বার্ষিক হজ কিংবা ওমরাহ পালন কারীদের মধ্যে অনেকেই দ্বিতীয় বারের মতো ওমরাহ করছেন। এই ওমরাহ বছরের যে কোনো সময় করা যায়। তবে যারা দ্বিতীয় বারের মতো হজ কিংবা ওমরাহ পালন করতে যাচ্ছেন; তারা ভালো কাজের পরিবর্তে একটি পাপকাজ করবেন।এ ফতোয়া জারির ব্যাখ্যা দিয়ে লিবিয়ার এই গ্র্যান্ড মুফতি বলেন, কারণ হজ কিংবা ওমরাহর জন্য হাজিরা সৌদি আরবকে অর্থ দেবেন। আর এই অর্থ সৌদি আরবের শাসক আমাদের মুসলিম ভাইদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ব্যয় করবে।তিনি বলেন, এই অর্থ লিবিয়ায়, ইয়েমেনে, সুদান, তিউনিশিয়া ও আলজেরিয়ায় মুসলিম গণহত্যায় ব্যয় করবে সৌদি আরব। এক ভিডিও বার্তায় মুফতি সাদিক বলেন, বিশ্বের এমন কোনো জায়গা নেই, যা সৌদি আরব ধ্বংসস্তুপে পরিণত করেনি।এই ফতোয়া জারির জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে পুরোপুরি জবাবদিহী থাকবেন বলে জানিয়েছেন মুফতি সাদিক।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com