July 27, 2024, 3:20 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
হজ কার্যক্রম সফল করতে বিমান দৃঢ় প্রতিজ্ঞ

হজ কার্যক্রম সফল করতে বিমান দৃঢ় প্রতিজ্ঞ

সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট কার্যক্রম। উদ্বোধনের পর থেকে কোনো ধরনের সংকট, জটিলতা ছাড়াই চলছে বিমানের হজ অপারেশন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ১১টা পর্যন্ত ৭৪টি ডেডিকেটেড এবং ১৫টি শিডিউল ফ্লাইটসহ মোট ৮৯টি হজ ফ্লাইটে ৩২ হাজার ২৫১ হজযাত্রী পরিবহন করেছে বিমান।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, হজ কার্যক্রম সফল করতে বিমান দৃঢ় প্রতিজ্ঞ। এ জন্য দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।গত ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট আগামী ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং ১৫ সেপ্টেম্বর শেষ ফিরতি ফ্লাইট


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com