October 31, 2024, 3:13 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
হবিগঞ্জের সিভিল সার্জনের মৃত্যু || ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিভিল সার্জনের ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা মৃত্যু ||

হবিগঞ্জের সিভিল সার্জনের মৃত্যু || ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিভিল সার্জনের ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা মৃত্যু ||

ডেস্ক নিউজ : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা। রোববার (২১ জুলাই) দিবাগত রাত ২টায় এই খবর নিশ্চিত করেন সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম। মৃত্যুকালে ডা. হাজরার বয়স হয়েছিল ৫৩ বছর।এর আগে রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।শাহ আলম বলেন, বেশ কিছুদিন ধরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন সিভিল সার্জন। রোববার সকালে নিজ কার্যালয়ে এসে তিনি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভায় অংশ নেন। এ সময় অসুস্থতাবোধ করলে ডা. শাহাদৎ হোসেন হাজরা সেখান থেকে চলে যান।এরপর তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৪টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। রাত সোয়া ১০টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শাহ আলম আরও বলেন, শনিবার (২০ জুলাই) হবিগঞ্জের নবীগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে আসলে ডা. শাহাদৎ হোসেন হাজরা সেখানেও মেডিকেল টিমে দায়িত্ব পালন করেন।এর আগে ৯ জুলাই পদোন্নতি পেয়ে হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন তিনি। যোগদানের ১৩ দিনের মাথায় জেলা স্বাস্থ্য বিভাগের প্রধানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিঠুন রায় বলেন, মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com