October 31, 2024, 3:13 am
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের হরিয়ারঘাট গ্রামে চাচাতোভাইয়ের লাঠির আঘাতে তরিকুল ইসলাম (২৮) নামের এক আরেক চাচাত ভাই নিহত হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম ওই গ্রামের জামির উদ্দিনের ছেলে। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, সকালে বাঁশ কাটাকে কেন্দ্র করে তরিকুল ইসলামের সাথে চাচতো ভাই হাবিবুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাবিবুল ইসলাম লাঠি দিয়ে তরিকুল ইসলামের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হন। পরে সেখান থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহত তরিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক হাবিবুল
ইসলাম।
Comments are closed.