October 31, 2024, 3:12 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
হিলিতে আমদানি করা পেঁয়াজের দাম ফের বেড়েছে

হিলিতে আমদানি করা পেঁয়াজের দাম ফের বেড়েছে

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আবারও বেড়েছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। যে পেঁয়াজ গেল সোমবারে  (২ সেপ্টেম্বর) বিক্রি হয়েছে প্রতি কেজি ২৮ থেকে ৩০ টাকা।মঙ্গলবার ও বুধবার (৪ সেপ্টেম্বর) সেই পেঁয়াজ প্রতি কেজি প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকা। হঠাৎ করে আবারও বেড়েছে চার থেকে পাঁচ টাকা।পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম জানান, ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি এবং আমদানি কমার কারণেই বেড়েছে পেঁয়াজের দাম।
পেঁয়াজ কিনতে আসা পাইকাররা জানান, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ না থাকায় বিপাকে পড়েছেন তারা। এমনকি এতে করে বড় ধরনের লোকসানে পড়তে হচ্ছে তাদের। অনেকেই দাম বেশির কারণে পেঁয়াজ কিনতে পারছেন না। আমদানিকারকরা তাদের ইচ্ছেমতো বাজার দর কম-বেশি করায় তারা আর্থিক লোকসানে পড়ছেন। তিনি বন্দরের বাজার নিয়ন্ত্রণের দাবি জানান।হিলি কাস্টমস সূত্রে জানা যায়, চলতি সপ্তাহের চার কর্মদিবসে ভারতীয় ৯৪ ট্রাকে দুই হাজার ৩১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com