December 22, 2024, 6:03 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা ভবন, নিহত ১২

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা ভবন, নিহত ১২

ভারতের মুম্বাইয়ে ভবন ধ্বসে ১২ জন নিহত ও অর্ধশত আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে ৫০ জনের বেশি আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।সংবাদ মাধ্যম নিউজ১৮ জানায়, মঙ্গলবার সকালে মুম্বাইয়ের ডংরিতে পাঁচতলা একটি ভবন ভেঙে পড়ে। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভবনটি।ভয়াবহ এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া আরও অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, ধসে পড়া ভবনটি ১০০ বছরের পুরনো। বহুদিন ধরে এটি মেরামত করা হয়নি।এখনও ৪০ থেকে ৫০ জন স্তূপের নিচে আটকে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com