হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা আজ (রবিবার) সকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। শোক দিবসের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট সকাল সাড়ে আটটায় খুলনা নিউমার্কেট চত্ত্বর থেকে শোকর্যালি নিয়ে বাংলাদেশ বেতার খুলনার প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। পরে সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তথ্য বিবরণী