ভারত থেকে অবৈধ ভাবে ২১৩ বোতল ফেনসিডিল আনার পথে সহ রনি সরদার(৩০) নামের যুবক আটক হয়েছে। নীলডুমুর ১৭ ব্যাটেলিয়ানের দেবহাটা ক্যাম্পের এক বিশেষ অভিযানে তাকে মাদকসহ আটক করা হয়। সে উপজেলার বসন্তপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক, ভারতীয় গরু পারাপার করত রনি। তারই অংশ হিসাবে বৃহস্পতিবার ভোর রাতে ভারত থেকে ফেনসিডিল নিয়ে ফেরার পথে তাকে আটক করে বিজিবি। দেবহাটা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করা হয়েছে। এছাড়া অভিযান কালে আরো ২ আসামী পলাতক রয়েছে বলে জানান তিনি। এরিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছিল।