দেবহাটায় কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান অভিযুক্ত দুই আসামী আবু সুফিয়ান (২৭) ও জিল্লুর (২৮) কে আটক করেছে দেবহাটা থানা পুলিশ। সোমবার দিনভর অভিযান চালিয়ে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র আবু সুফিয়ান ও জিল্লুরকে আটক করে। আটককৃত আবু সুফিয়ান একাধিক মামলার আসামী ও এলাকার বহু অপকর্মের হোতা। সে দেবহাটা উপজেলার গোবরাখালী গ্রামের আছাফুর সরদারের ছেলে এবং জিল্লুর একই গ্রামের মোশারফ মাষ্টারের ছেলে। শনিবার বেলা ১১টার দিকে আবু সুফিয়ান ও জিল্লুরসহ কয়েকজন মিলে গোবরাখালী গ্রামের এক কিশোরী কন্যা (১৫) কে জোরপুর্বক গণধর্ষণ করে। এঘটনায় সোমবার কিশোরীর মা বাদী হয়ে আবু সুফিয়ান ও জিল্লুরসহ ৪ জনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৭। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করলে তাৎক্ষণিক প্রধান অভিযুক্ত দুই আসামী আবু সুফিয়ান ও জিল্লুরকে আটক করা হয়েছে। এছাড়া লোমহর্ষক এ ঘটনার সাথে জড়িত অপর আসামীদেরকেও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলেও তিনি জানান।