February 18, 2025, 11:30 pm
রাজধানীসহ দেশের কয়েকটি বিভাগে আগামী তিনদিন বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।এছাড়াও, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে। সোমবার (১৯ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে এমন তথ্যই দিয়েছে আবহাওয়া অধিদফতর।
এ ব্যাপারে আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সকালের আর্দ্রতা ৮৬ শতাংশ এবং বিকালে তা কমে দাঁড়াবে ৫৬ শতাংশে।
Comments are closed.