July 27, 2024, 4:36 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
৪০ বছর পর মাঠে বসে খেলা দেখলেন ইরানের নারীরা

৪০ বছর পর মাঠে বসে খেলা দেখলেন ইরানের নারীরা

স্পোর্টস ডেস্ক:চার যুগের বেশি সময় পর মাঠে বসে পুরুষদের ফুটবল দেখলেন ইরানের নারীরা। গোল উৎসবে উপলক্ষ্য রাঙালেন দেশটির খেলোয়াড়রা। বিশ্বকাপ বাছাই পর্বে একপেশে ম্যাচে উড়িয়ে দিলেন কম্বোডিয়াকে।আজাদি স্টেডিয়ামে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ১৪-০ গোলে জিতেছে ইরান। আন্তর্জাতিক ফুটবলে এটাই কম্বোডিয়ার সবচেয়ে বড় হার।স্টেডিয়ামের নারী দর্শক গ্যালারীতে বসে ম্যাচটি উপভোগ করেন দেশটির নারীরা। তাই নিজের দলের প্রতিটি গোলেই উল্লাসধ্বনি শুনিয়েছেন সাড়ে চার হাজার নারী দর্শক।জানা গেছে, নারীদের এই উপস্থিতি সংখ্যাটা আরও বেশি হতে পারত। কিন্তু আগ্রহী অনেক নারী দর্শকই টিকিট না পেয়ে বাড়ি ফিরে গেছেন।এদিন কম্বোডিয়াকে ১৪-০ গোলে হারায় ইরান। এর মধ্যে চারটি গোল করেন করিম আনসারিফর্দ। এছাড়া হ্যাটট্রিক করেন সর্দার আজমউন। তাছাড়া দলের হয়ে জোড়া গোল করেন মেহদি তারেমি ও মোহাম্মদ মোহেবি। আর একটি গোল করেন মেহরদাদ মোহাম্মদী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com