March 27, 2025, 5:15 pm
সাতক্ষীরার গড়ের কান্দায় র্যাবের অভিযানে ইয়াবাসহ পৌর যুবলীগ নেতসহ দুই জন আটক হয়েছে।সাতক্ষীরা জেলার সদর থানাধীন গড়েরকান্দা এলাকায় কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। অভিযানের ৪৭ পিস ইয়াবাসহ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইলিয়াস ও আশিক গাজী নামের দুই জনকে আটক করা হয়।আটককৃতরা হলেন ইটাগাছা পূর্বপাড়ার আঃ রাজ্জাক সরদারের ছেলে মোঃ ইলিয়াস কবির (৩৪),তিনি সাতক্ষীরা পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ও গড়েরকান্দা এলাকার আব্দুর রাজ্জাকগাজীর ছেলে মোঃ আশিক গাজী (২৫)।র্যাব জানিয়েছে স্কোয়াড কমান্ডার, এএসপি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর একটি দল আভিযানে অংশ নেয়। এসময় ৪৭ (সাতচল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে তাদের গ্রেফতার করিতে সক্ষম হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করে মামলা রুজু করা হয়।
#
Comments are closed.