October 31, 2024, 3:12 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
৫০ কোটি টাকার সাপের বিষসহ পল্লী চিকিৎসক আটক

৫০ কোটি টাকার সাপের বিষসহ পল্লী চিকিৎসক আটক

দিনাজপুর: দিনাজপুরে অভিযান চালিয়ে ৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ মো. রুহুল আমীন (৫৮) নামে এক পল্লী চিকিৎসককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর কোতোয়ালি থানার উপশহর ১০ নম্বর ব্লকের নিজ চেম্বার থেকে এ বিষসহ তাকে আটক করা হয়। রুহুল আমীন জেলার বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত বসির উদ্দীনের ছেলে। রোববার সন্ধ্যা পৌনে ৭টায় র‌্যাব ১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপশহর ১০ নম্বর ব্লকের পল্লী চিকিৎসক রুহুল আমীনের চেম্বারে অভিযান চালানো হয়। এসময় তার চেম্বার থেকে অবৈধভাবে আমদানিকৃত বাক্সবন্দি অবস্থায় দানাদার, পাউডার ও তরল আকারে প্রস্তুতকৃত সাপের বিষ যার উপরে COBRA S.P MADE IN FRANCE লিখিত ছয়টি জার জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এসময় রুহুল আমীনকে র‌্যাব সদস্যরা আটক করে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com