March 28, 2025, 9:44 am
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর ফলে ৫ জেলায় দায়িত্ব পাচ্ছেন নতুন এসপি। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আদেশে খুলনার এসপি এস এম শফিউল্লাহকে গাজীপুর জেলায়, মাদারীপুরের এসপি মোহাম্মদ মাহবুব হাসানকে খুলনা জেলায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (ডিসি) মিলন মাহমুদকে চাঁদপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) ডিসি গোলাম মোস্তফা রাসেলকে মাদারীপুর জেলায় এবং ডিএমপির ডিসি মাসুম আহমদ ভূঁইয়াকে জয়পুরহাট জেলায় বদলি করা হয়েছে। এছাড়া জয়পুরহাটের এসপি মো. সালাম কবিরকে সিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
Comments are closed.